লক্ষ্মীর আগমনে হাসপাতাল থেকে প্রথম আদুরে সেলফি শেয়ার করেছেন কাঞ্চন-শ্রীময়ী


নিউজ ডেস্ক : আলোর উৎসবে লক্ষীর আগমন মল্লিক পরিবারে। সদ্য মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ ।হাসপাতাল থেকেই প্রথম সেলফি ! সঙ্গে রয়েছে তার স্বামী অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক ।মূলত তিনি যে মা হচ্ছেন তার খবর কেউ টেরও পায়নি । সোশ্যাল মিডিয়ায় মেয়ের মুখ না দেখালেও নাম রেখেছেন”কৃষভি”!



সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী চট্টরাজ ।এর আগে সোশ্যাল মিডিয়া বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন।সেখানে তিনি লিখেছেন, 'সফরটা ছিল অনেকটা লম্বা। ৯ মাসের একটা সফর। একটা শারীরিক এবং মানসিক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। একটা সফর, যেখানে আমি বুঝতে পারতাম আমার মধ্যে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। আমার কাছে আশীর্বাদের মতোই মনে হত। অনেকটা অপেক্ষার পরে অবশেষে আমার ঘরে একটা ছোট্ট দেবদূত এসেছে। প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা আবেগই ওর আসার কাছে ক্ষুদ্র হয়ে গিয়েছে।'



সন্তান হওয়ার খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন লিখেছিলেন, 'এই শুভ মুহূর্তে, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভাল খবরটা দিতে চাই। আমরা এখন ৩ জনের পরিবার। আমাদের ছোট্ট মেয়ে কৃষভিকে আশীর্বাদ করবেন। মিস্টার অ্যান্ড মিসেস মল্লিক”।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন