নিউজ ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনা জেলায় খুন হলেন মথুরাপুর লোকসভার বিজেপির সোশ্যাল মিডিয়ার কনভেনার। শুক্রবার গভীর রাতে উস্তি থানার দ্বীপের মোড়ের কাছ থেকে বিজেপির দলীয় কার্যালয়ের ভিতরে পৃথ্বীরাজ নস্কর নামে ওই বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। জানা যাচ্ছে, আটপাড়া এলাকায় বসবাসকারী ওই বিজেপিকর্মী গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় ধরে খোঁজ না পাওয়ার পর পরিবারের সদস্যরা ৭ তারিখ সন্ধ্যায় উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু ।
কিন্তু শুরুতেই খোঁজ পাওয়া যায়নি। খোঁজ না পেয়ে পৃথ্বীরাজের ফোন চালু রাখা ছিল বলে পরিবারের দাবি। এদিন রাতে সন্দেহে পরিবারের লোকজনেরা বন্ধ পার্টি অফিসের জানালা দিয়ে কাপড় জড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখতে দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে রাত ১টা নাগাদ তালা বন্ধ পার্টি অফিসের ভেতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যে স্থান থেকে দেহ উদ্ধার হয় সেখান থেকে পৃথ্বীরাজের বাড়ির দূরত্ব মেরেকেটে ১ কিলোমিটার। আর বাড়ির এত কাছে এই কাণ্ড ঘটে যাওয়ার সত্ত্বেও কেউ কীভাবে কিছু জানতে পারল না ? এরিসাথে প্রশ্ন জাগছে যে তাহলে কী অন্যত্র মেরে ওখানে দেহ ফেলে রাখা হয়েছে?