“মোদিকে আমি পরম বন্ধু বলেই মনে করি “জয়ের সাফল্যে কি কি বললেন ডোনাল্ড ট্রাম?

নিউজ ডেস্ক : সদ্য মার্কিন মুলুকে ভোট শেষ হয়েছে। জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ।সোশ্যাল মিডিয়ার চারিদিকে শুভেচ্ছা বার্তার ছড়াছড়ি। তারই মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। পরে তিনি ট্রাম কে ফোনও করেন। বেশ কিছুক্ষণ ধরে চলে দুজনের মধ্যে কথোপকথন। 

তাঁদের ফোনালাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অন্য একটি বার্তাও দেন মোদী। সেখানে লেখেন, ''আমার বন্ধু ট্রাম্পের সঙ্গে দারুণ কথা হল। আবারও একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আশা করি ভারত-আমেরিকার সম্পর্কে আরও মজবুত হবে।'' 



ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বলেছেন, ''তিনি একজন দারুণ মানুষ। গোটা বিশ্ব তাঁকে ভালবাসে। ভারতও একটি অসাধারণ দেশ এবং মোদীকে আমি পরম বন্ধু বলেই মনে করি।'' একই সঙ্গে, আগামী দিনে একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন ট্রাম্প।



এক্সবার্তায় ট্রাম্পের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও লেখেন, ''আপনি যেভাবে আপনার পূর্ববর্তী জমানায় সাফল্য গড়ে তুলেছেন, সেভাবেই আমি আপনার ভবিষ্যৎ সাফল্য কামনা করি। ভারত-মার্কিন সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক যেন পুনর্গঠিত হয়। আন্তর্জাতিক ও কৌশলগত অংশীদারিত্বে আমাদের সহযোগিতা আরও বাড়বে বলে আশা করি আমি।''


Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন