নিউজ ডেস্ক : বৃহস্পতিবার অর্থাৎ আজ ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির সিদ্ধান্তের বিরোধিতায় প্রেসক্লাবে ইন্ডিয়া জোটের তরফ থেকে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে বয়স এবং রাজনীতি প্রসঙ্গ নিয়ে কথা উঠলেই সদ্যজয়ী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জয়ের প্রসঙ্গ টেনে বলেন, ”ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিয়েছেন রাজনীতিতে বয়স কোন ফ্যাক্টর নয়। কর্মদক্ষতা এবং মানুষের ভালবাসা থাকলে ৭৮ বছর বয়সেও ভোটে জিতে ক্ষমতায় আসা যায়।"
এক্ষেত্রে লোকসভা ভোটের আগেও দেখা গিয়েছিল তৃণমূলের নবীন প্রবীণদ্বন্দ্ব অর্থাৎ এটি নতুন কোন বিষয় নয় ।৭০ বছরের উর্ধ্বে লোকসভা ভোটে টিকিট দেওয়ার পক্ষে ছিলেন না তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
৭০ উর্ধ্বে সাংসদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় । ঘোর আপত্তি থাকা সত্ত্বেও শেষমেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রার্থী করেন। রাজ্যের ৪২ টি আসনের মধ্যে একমাত্র দমদম এবং উত্তর কলকাতায় প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবিষয়ে , সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা এতদিন ধরে মনে করেছেন, সিপিএমে ভর্তি পাকা চুলের লোক, মানে বয়স্ক। এতদিন পর তাঁর অন্য কথা মনে হয়েছে। আসলে ও বোঝে, কখন কোনটা বললে সুবিধা করতে পারবেন, সেটাই বলেন।”