নিউজ ডেস্ক : কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৯ নভেম্বর অর্থাৎ আগামী শনিবার মহাযুদ্ধ। ইস্টবেঙ্গল এফসি এবং মহমেডান স্পোর্টিং ক্লাব মিনি ডার্মিতে মুখোমুখি হচ্ছে ।
এই হাড্ডাহাড্ডি ম্যাচের আগে মহমেডান কর্তা মহম্মদ কামারুদ্দিন ইস্টবেঙ্গল কে নিয়ে বলেন,”আপাতত যা পরিস্থিতি, মহমেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্টবেঙ্গল এফসি প্রায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গত ৬ ম্যাচে ওরা তো একটাও ম্য়াচ জিততে পারেনি। আমরা তো তাও ভাগ্যের জোরে একটা ম্য়াচ জিতে গিয়েছি। ফলে কাউকে বড় কিংবা ছোট করার দরকার নেই।”
তবে এএফসি চ্যালেঞ্জ লিগে এই মশাল বাহিনীর দুর্দান্ত তার পারফরমেন্স দেখিয়েছিল ।ড্র ম্যাচেই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল। লাল হলুদের এরপর বসুন্ধরা কিংস বা নেজনা এসসি র বিরুদ্ধে দুরন্ত জয়ের পর ইস্টবেঙ্গল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়।
তার কথায়, “ইস্টবেঙ্গল যথেষ্ট বড় একটা দল। আমরা ওদের যথেষ্ট শ্রদ্ধা করি। এরপর তো মাঠে খেলা হবে। দেখা যাক, কী হয়। আমাদের দলের ডিফেন্সে কিছু সমস্যা ছিল। তবে আমরা আশা করছি ভালো পারফরম্য়ান্স করতে পারব।”