নিউজ ডেস্ক - শনিবার সকালে পাকিস্তানের কোয়েট্টায় রেলস্টেশনে ভয়াবহ বিস্ফোরণের জেরে কমপক্ষে ২০ জনের মৃত্যু এবং আহত আরও কমপক্ষে ৩০ জন। আর আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই হামলার পিছনে কে বা কারা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা যাচ্ছে, পেশওয়ারের উদ্দেশে রওনা দেওয়া একটি ট্রেনে হঠাৎ পরপর দুটি বিস্ফোরণ হয় ।
বিস্ফোরণের কারণে স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকে আহত হয়েছেন। অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। কোয়েট্টার সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ মহম্মদ বালোচ বলেন, “প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের তথ্য অনুযায়ী জন যাচ্ছে, বিস্ফোরণের সময় স্টেশনে মোটামুটি ১০০ জন উপস্থিত ছিলেন। বালোচিস্তান প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডও উপস্থিত হয়ে বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।