নিউজ ডেস্ক - ভাইফোঁটার মতো শুভদিনে বালুরঘাট থানার খিদিরপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ। জানা গিয়েছে, এদিন দুপুরে রেল ব্রিজ সংলগ্ন এলাকায় আত্রেয়ী নদীতে ওই অজ্ঞাত পরিচয় যুবককে স্থানীয়রা দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।পুলিশ তদন্তে শুরু করে মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে। তবে, পুলিশের প্রাথমিক অনুমান যুবকের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে হবে।
Tags:
WEST BENGAL