নিউজ ডেস্ক : আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোগের ঝুঁকিও বেড়ে যায়।নভেম্বরের মাঝ সপ্তাহ পর্যন্তআক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজারেরও বেশি। আর তাতেই আশঙ্কায় ভুগছে রাজ্যবাসী ।চলতি বছরের অক্টোবর পর্যন্ত রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৬৩ ।সে সময় সব থেকে বেশি সংক্রমণ ছিল মুর্শিদাবাদে ।তবে লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলাতেও এর প্রভাব অর্থাৎ হুগলী জেলার চন্ডীতলা ২ নম্বর ব্লকের অধীনস্থ বিভিন্ন জায়গায় হট স্পট হয়ে রয়েছে (জনাই , নৈটী) ।
পায়রা গাছা মান্নাপাড়া গতবছর হটস্পট এরিয়া ছিল বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের দাবি ,”এখানে কোন ড্রেন ব্যবস্থা নেই সেই কারণেই জল জমতে শুরু করে আর সেই জমা জলে ডেঙ্গুর লার্ভা দেখা যায় “এলাকাবাসীর দাবি ,”বর্ষার জল থেকে শুরু করে পুকুরের বোঝানো জল যে কোন কারনেই জল জমতে শুরু করে এবং সেই জমা জলে ডেঙ্গুর লার্ভা জন্মায় এবং এলাকার মানুষজন ডেঙ্গু আক্রান্ত হয় “স্থানীয়দের কথায় ,”পঞ্চায়েতে বারংবার বলা সত্ত্বেও মেলেনি কোন সুরাহা।”