নিউজ ডেস্ক - মধ্য হাওড়ার মল্লিক ফটকের কাছে ডাম্পারের সাথে সংঘর্ষের জেরে মৃত্যু হল সাইকেলে আরোহিত রুমকি হাজরা নামে এক মহিলা সিভিক ভলান্টিয়ার। জানা যাচ্ছে , তিনি হাওড়া শিবপুর পুলিশ লাইনের রিজার্ভ ফোর্সে কাজ করতেন । আর এইদিন রাতে ওই মহিলা ডিউটি শেষ করে সাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় একটি ডাম্পার এসে পিছন থেকে ধাক্কা মারে । এর পর তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর হাওড়া থানার পুলিশ ডাম্পারটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করে ধৃতকে তুলে দেওয়া হয়েছে শিবপুর থানার পুলিশের হাতে।
Tags:
HOWRAH