নিউজ ডেস্ক - দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের তেলিপুকুর এলাকায় খেলার সময় জল খেতে গিয়ে মৃত্যু হল তন্ময় কর্মকার নামে ১২ বছরের এক নাবালকের। ওই নাবালক বদলপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে সে খেলছিল। এই খেলার পরে শরীর প্রচণ্ড ঘেমে যাওয়ায় মাঠের ধারে থাকা টিউবওয়েল থেকে জল খাওয়ার সময় জল গলায় আটকে গেলে সেখানেই বসে পড়ে ওই নাবালক। পরে বিষয়টি এলাকার লোকের নজরে এলে, সঙ্গে সঙ্গে তাঁকে সেখানকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আজ অর্থাৎ বুধবার দুপুরে নাবালকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাটে।
Tags:
accident