নিউজ ডেস্ক - শুক্রবার সকালে হাওড়া স্টেশনে আরপিএফ তল্লাশি চালানোর সময় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল ৭৭০ গ্রাম সোনার গয়না সাথে বেশ কিছু রুপোর জিনিসপত্রও। এছাড়াও ওই ব্যক্তির সঙ্গে ছিল নগদ ৪০ হাজার টাকাও। আরপিএফ সূত্রে জানা জানা যাচ্ছে, হরিশ কুমার বর্মা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । তার বাড়ি বিহারের ভাগলপুরে। কিন্তু অত সোনার গয়না আর টাকা তাঁর কাছে কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে , এই দিন সকালে হাওড়া স্টেশনের ১০ নম্বর প্লাটফর্ম থেকে ধরা হয় ওই ব্যক্তিকে। হাওড়া-গয়া এক্সপ্রেস থেকে নামেন তিনি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তাঁকে ঘুরে-বেড়াতে দেখেই রেল পুলিশের সন্দেহ হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে এবং তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করলে ব্যাগ থেকে বেরিয়ে আসে একে একে আংটি, হার সহ সোনার একাধিক গয়না।
ধৃত ব্যক্তি তাঁর সঙ্গে থাকা গয়না এবং নগদ টাকার উপযুক্ত নথি দেখাতে না পারায় তাঁর সঙ্গে থাকাই সমস্ত জিনিস আরপিএফ অফিসাররা বাজেয়াপ্ত করে শুল্ক দফতরকে খবর দিয়ে,তাদের হাতে তুলে দেওয়া হয় যাবতীয় জিনিসপত্র। তবে,ওই ব্যক্তি কোথায় নিয়ে যাচ্ছিলেন সোনা, এর পিছনে কি কারও হাত আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।