BREAKING : ছয় বছরের শিশুর মৃত্যুর জেরে হাসপাতালে বিক্ষোভ পরিবারের , উত্তেজনা ছড়াল হাসপাতালে

 

নিউজ ডেস্ক - মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত হরপুর গ্রামের মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে ছয় বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র এবং চিকিৎসার গাফিলতির অভিযোগের  জেরে ছড়াল উত্তেজনা।।জানা যাচ্ছে, শনিবার সকালে পেটে যন্ত্রণা নিয়ে ছ’বছরের  নীল মণ্ডল নামে এক শিশু কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হয়। আর পরিবারের অভিযোগ যে, চিকিৎসা পরিষেবা ঠিক মতো না হওয়ায় মৃত্যু হয় ওই শিশুর। শিশুটির মৃত্যুর পর এইদিন সন্ধেয় রোগীর পরিবার হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে ।

জানা যায়, শুক্রবার সকাল থেকেই বমি করছিল সে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, কান্দি মহকুমা হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডাঃ বলরাম দত্ত ঠিক মতো শিশুর চিকিৎসা না করায় শিশুটি মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। 

 মৃতের বাবা বলেন, “ছেলে বমি করছিল। চেম্বারে অন্য ডাক্তার দেখালাম। ওষুধ দিল। সেই ওষুধ খাওয়ার পর একটু ঠিক হল। পরে আবার রাত থেকে বমি হল। হাসপাতাল নিয়ে গেলাম। ভর্তি হল সেখানে। এরপর রাতে ঠিক হল। সকালে ডাক্তার বলল ইউএসজি করতে হবে। আমি বললাম বাইরে থেকে করিয়ে আনছি। ডাক্তার বলরাম দত্ত বলল যখন দরকার হবে তখন করব। ছেলেটার ইউএসজি যদি করতে পারতাম তাহলে এমনটা হত না।”

আবার, এই ঘটনার জেরে  কবিরুল ইসলাম নামে অপর এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।  ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন