নিউজ ডেস্ক - হরিয়ানার একটি স্কুলে দ্বাদশ শ্রেণীর ১৩ জন পড়ুয়া ইউটিউব দেখে বাজি বানানো শিখে মজার চলে শিক্ষিকার চেয়ারের নিচে রেখে দিয়েছিলো। যা পরে ফেটে গিয়েছিলো। আর সেই অভিযোগেই সাসপেন্ড করা হয়েছে তাঁদের । তবে সেই শিক্ষিকার কোনও আঘাত পাননি । তিনি সেই মুহূর্তেই পালিয়ে যান। আর এই কান্ডের সঙ্গে জড়িত পড়ুয়াদের স্কুলের তরফ থেকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে ।
একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে , দিন কয়েক আগে ওই শিক্ষিকার কাছে বকা খেয়েছিল ওই পড়ুয়ারা। তারই প্রতিশোধ নিতে তারা এই ঘটনাটি ঘটায়। একজন ছাত্র শিক্ষিকার চেয়ারের নীচে একটি বাজির মতো দেখতে বোমাটি রেখে দিলে অন্যজন একটি রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটায়।
প্রথমে পড়ুয়াদের স্কুল থেকে বহিষ্কার করা নিয়েও বৈঠক হলেও কিন্তু শেষে তাঁদের কেবল সাসপেন্ড করা হয়। অভিভাবকরাও ক্ষমা চেয়ে চিঠি জমা দিয়েছেন। জেলা শিক্ষা আধিকারিক নরেশ মেহতা জানিয়েছেন যে বলেন, “ছাত্ররা যদি এটির একটি মডেল তৈরি করে তা উপস্থাপন করত, তাহলে আমরা তাদের সম্মানিত করতাম। কিন্তু এখন বিষয়টি কেবল সাবধান করেই ছেড়ে দেওয়া হয়েছে। পড়ুয়ারা এই সবই ইউটিউব থেকে শিখেছে।”