নিউজ ডেস্ক - রবিবার নিউটাউনে টোটোর সঙ্গে মোটবাইকের সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছেন। শুধু সংঘর্ষের পর আগুন ধরে যায় মোটরবাইকে। দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে একটি বেসরকারি হাসপাতালে।
জানা যাচ্ছে , রাত সাড়ে সাতটা নাগাদ নিউটাউনের সাচী সিগন্যাল থেকে একটি যাত্রী বোঝাই টোটো নিউটাউনের রামমন্দিরের দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে সিগন্যাল ভেঙে একটি বাইক রাম মন্দিরের দিক থেকে সাচীর দিকে যাওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ।এরপর আরোহীসহ বাইকটি রাস্তার ধারে ছিটকে পরে গেলে বেপরোয়া গতি থাকায় আগুন লেগে যায় বাইকে। অন্যদিকে টোটোর এক মহিলা যাত্রী এবং টোটো চালক গুরুতর আহত হয়ে পড়েন । তাঁদের নিয়ে যাওয়া হয় ভিআইপি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
Tags:
accident