নিউজ ডেস্ক - ৮৩ বছর বয়েসে প্রয়াত হলেন মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। তাঁদের দীর্ঘ ৪৬ বছরের দাম্পত্যে আজ মঙ্গলবার সকালে থেমে পড়ল। আজ দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি ।
এই দিন সকালে শারীরিক অসুস্থতা বোধ করায় দ্রুত ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে খবর দেওয়া হলেও , কিন্তু সেখান থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই তার মৃত্যু হয় ।আর নিজের বাবাকে হারালেন মুনমুনের দুই কন্যা রিয়া ও রাইমা সেন।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন , "আমাদের প্রথম দেখা একটা বিয়ে বাড়িতে। আমার এক বান্ধবী নাসরিন আলিকে (মিস ক্যালকাটা) ডেট করতে এসেছিল আমার বর্তমান স্বামী।" আর ওইদিন মুনমুন সেনকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলেন ভরত দেববর্মা। মুনমুনের কথায়, ‘দেখেই মনে হয়েছিল, বাহ! ছেলেটি খুব ভালো…পুরো ম্যারেজ মেটেরিয়াল। "
মুনমুন সেন আরও বলেন, "পার্টনারকে বন্ধু ভাবতে হবে সবার আগে। একেবারেই অপরকে অ্যাবিউজ করো না, কটূ কথা বলো না, দোষারোপ করো না। একে অপরকে সময় দাও।"