নিউজ ডেস্ক - শুক্রবার সন্ধ্যায় হাওড়ার উলুবেড়িয়া বানিতলায় আগুনে দগ্ধ হয়ে বাড়ির মধ্যেই মৃত্যু হয়েছে তিন শিশুর।মৃত তিন শিশুর নাম তানিয়া মিস্ত্রি, ইশান ধারা এবং মমতাজ খাতুনের। এবং এরসাথে উনিশ বছরের মণীশা খাতুন নামে আরও একজন আহত অবস্থায় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে বাজি থেকে ছিটকে যাওয়া আগুনে গোটা বাড়িটাই প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লেগেছে তা বুঝতে পেরেও কেউ বেরতে পারেনি কেউ। তবে, প্রশ্ন উঠছে যে সামান্য একটা ফুলঝুরির আগুনই একমাত্র কারণ?
ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। আর ঘটনার পরের দিন অর্থাৎ শনিবার সকালে বাড়ির সামনে পড়ে রয়েছে শিশুদের ব্যবহারের জিনিস সহ অনেক কিছুই। তার মধ্যে থেকে উদ্ধার হয় একটি বোতল, যার মধ্যে রয়েছে ‘কাটা তেল’ তথা পেট্রোল ।
এরপর খোঁজ নিয়ে জানা , যে বাড়িতে ওই ঘটনা ঘটে, সেই বাড়িতেই রয়েছে একটি মুদি দোকান । আর সেই দোকানে বিক্রি হয় কাটা তেল অর্থাৎ বোতলে ভরে ডিজেল বা পেট্রোল।, তবে কি সেই তেল থাকাতেও মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি?এমনটাই প্রশ্ন উঠছে।
আরও দেখা যাচ্ছে যে, যে বাড়িতে ওই ঘটনা ঘটেছে, তার সঙ্গে পাশের বাড়িটির বিশেষ কোনো ছাড় নেই।তাই এই ক্ষেত্রে জায়গা ছাড় দেওয়ার আইন মানা হয়নি, তা স্পষ্ট। আর সেই কারণেই কি আগুন লাগার পরও বেরনোর জায়গা পাওয়া যায়নি?সমস্ত প্রশ্নের উত্তরের জন্য খতিয়ে দেখা হচ্ছে।