নিউজ ডেস্ক - বীরভূমের লাভপুর থানার অন্তর্গত চৌহাট্টা গ্রামে সোনা পাচারকারী সন্দেহ করে এক কিশোরকে বেধড়ক মারধরের করে হাত ভেঙে দেওয়ারও অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কিন্তু, কিশোরের পরিবার সোনা পাচারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে, গত ১৮ নভেম্বর দুপুর বেলা টুটুল বাগদী নামে ১২ বছরের এক কিশোর টোটো নিয়ে আহমেদপুর থেকে লাভপুরের দিকে যাচ্ছিল। আর সেই সময়ে পুলিশ পাকড়াও করে প্যাসেঞ্জার সহ টোটোকে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে টুটুল বাগদীকে ছেড়ে দেওয়ার কথা হলেও সেই দিনই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।
মারধরের জেরে গুরুতর আহত ওই কিশোরকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়।আর লাভপুর থানা পুলিশ সূত্রে খবর, যাঁরা টোটোতে প্যাসেঞ্জার হিসেবে নকল সোনার কয়েনের কারবারি ছিলেন। আর সেই ব্যবসার সঙ্গেই যুক্ত রয়েছে এই টোটো চালক কিশোর। তাই তাঁকে ধরা হয় ।
Tags:
WEST BENGAL