নিউজ ডেস্ক - মালদহের কালিয়াচকে নিজের মাথায় নিজেই গুলি চাললো সামিউল ইসলাম নামে বছর ১৮ এর ওই যুবক। জানা যাচ্ছে তার বাড়ি কালিয়াচকের শ্রীরামপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এই দিন দুপুরে বাড়ির ছাদে দাঁড়িয়ে আচমকা নিজেই নিজের মাথায় গুলি চালায় ওই যুবক।ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তবে, ওই যুবক বন্দুক কোথা থেকে পেলেন, আর কেনই বা আত্মহত্যা করল টা নিয়ে সৃষ্টি হচ্ছে উত্তেজনা।
পরিবারের লোকজন জানায়, প্রায় ৯ মাস আগে একটি বাইক দুর্ঘটনার জেরে মাথায় চোট লাগে ওই যুবকের। আর তারপর থেকে প্রায়ই অসংলগ্ন আচরণ করতে থাকে সে। ঘটনার দিন বাড়িতেই একা ছিল। ইতিমধ্যেই মানিকচক থানার পুলিশ আগ্নেয়াস্ত্রর উৎসের সন্ধানে এবং পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে।
Tags:
WEST BENGAL