নিউজ ডেস্ক - গত বৃহস্পতিবারের রাত থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হওয়া শুদ্ধকরণ অভিযানের মধ্যেই লোহা পাচারের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরসহ দলের ২ নেতার। মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পর থেকেই পুলিশ তৎপর হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু বিজেপির দাবি, মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আর মধ্যে অভিযুক্তদের দাবি যে, দল তাঁদের পাশে আছে।
পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজার স্বামী রিন্টু পাঁজা ও প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীর বিরুদ্ধে লোহা পাচারের অভিযোগ থাকায় বৃহস্পতিবার রাতে তাদের থানায় ডাকার পর শুক্রবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
ধৃত অরিন্দম নন্দী বলেন, "কেন গ্রেফতার করা হয়েছে জানি না। দল আমার পাশে আছে। কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত নই।" তিনি আরও বলেন, "এসব লোক দেখানো গ্রেফতারি। দলের ভাগ বাটোয়ারার বিবাদের জেরে ওদের গ্রেফতার করেছে। সারা বাংলায় এরকম হাজার হাজার চুরি হয়েছে। সব ধরতে গেলে তো গাঁ উজাড় হয়ে যাবে।"