নিউজ ডেস্ক - শনিবার সকালে ৮০ বছর বয়সে প্রয়াত হলেন কবি অরুণ চক্রবর্তী। তিনি তাঁর কলমের মাধ্যমে সকলের মন জয় করে এসেছেন। তার লেখা লাল পাহাড়ি দেশে গানটি এখনও সকলের মনে রয়েছে। জানা যাচ্ছে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে এইদিন নিজ বাসভবনে শেষ চুঁচুড়ার ফার্ম সাইড রোডে তাঁর বাসভবন অর্থাৎ সোনাঝুরিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ চক্রবর্তী। শুক্রবার রাতে এক উৎসব থেকে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আর ওই অবস্থাতে হাসপাতালে না গিয়ে বাড়িতেই ছিলেন। এরপরই মধ্যে রাতে ঘটে ঘটনাটি। তবে ,বেশ কিছু বছর ধরে তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মৃতদেহ রাখা থাকবে রবীন্দ্র ভবনের মুক্তি মঞ্চে। আর তারপর শ্যামপুকুর ঘাটে হবে শেষ কৃত্য।
Tags:
WEST BENGAL