নিউজ ডেস্ক - সোমবার বিকালে লঞ্চ থেকে আচমকা নদীতে ঝাঁপ দিলেন এক যুবক।জানা যাচ্ছে , এইদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি ফেরি লঞ্চ থেকে বছর তিরিশের ওই যুবক হুগলী নদীতে আচমকা ঝাঁপ দেন। এরপরই লঞ্চ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর ডায়মন্ড হারবার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা হুগলী নদীতে তল্লাশি শুরু করেন ।তবে, যুবকের কোনও পরিচয় এখনও জানা যায়নি।
ডায়মন্ড হারবারের ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস বলেন, “প্রতিদিন যেমন ফেরী সার্ভিস হয় তেমন ফেরী সার্ভিস হচ্ছিল। পৌনে পাঁচটার লঞ্চ ছাড়ে। বাকি যাত্রীদের থেকে শুনেছি যে ও একটু অস্বাভাবিক আচরণ করছিল। ও প্রথমে ভিতরে ছিল। একবার হাত বাইরে বের করেছিল। পরে আচমকা অসতর্কভাবে নদীতে ঝাঁপ দিয়ে দেয়।”
Tags:
Kolkata