নিউজ ডেস্ক - রবিবার রাতে চন্দননগর মহকুমা হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রকাশ চন্দ্র বাইন নাম এক ব্যক্তি করলো আত্মহত্যা । পুলিশ ও স্থানীয় সূত্রে খবর , আদতে মুর্শিদাবাদের বাসিন্দা প্রকাশ গত শুক্রবার রাতে চন্দননগর হাসপাতালে পেটে ব্যথা রক্তবমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন । তিনি চন্দননগরের মহাডাঙা কলোনীতে গত সাত বছর ধরে থাকতেন ।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে , গতকাল রাত দেড়টা নাগাদ হঠাৎই আক্রমণাত্মক হয়ে উঠে নার্সদের টেবিল থেকে একটি কাঁচি নিয়ে অন্য রোগী ও নার্সদের আক্রমণ করতে শুরু করেন। ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে পড়েন। এরপর নার্সিং স্টাফদের ঘরের ভিতর দিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গিয়ে হঠাৎই ঝাঁপ দেন। আর হাতে কাঁচি নিয়ে এলোপাথাড়ি হামলা করায় , কেউ ভয়ে তাঁর আছে যেতে পারে না। আর পড়ে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে চিকিৎসাও করানোর পর অপারেশন থিয়েটারে ঢোকানোর পর রাত তিনটে নাগাদ তার মৃত্যু হয়।