নিউজ ডেস্ক - শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর শহর সংলগ্ন এলাকার একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল এক তরুণীর মৃতদেহ। জানা যাচ্ছে ওই তরুণী তার এক বিশেষ বন্ধুর সাথে সেখানে থাকতেন। কিন্তু এইদিন দেহ উদ্ধার হওয়ার সময় আশপাশে তার সেই বিশেষ বন্ধুকে দেখা যায়নি। জানা যাচ্ছে , কিছু মাস ধরে বহরমপুর শহর সংলগ্ন এলাকায় ওই ভাড়া বাড়িতে থাকতেন তারা দুজন। তিনি বেলডাঙার বাসিন্দা। ওই যুবকের পরিচয় বা যুবকের সঙ্গে সম্পর্ক জানতেন না কেউই।ভাড়াটিয়া পরিবারগুলির তরফ থেকে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে তরুণীর দেহ। ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে তরুণীর দেহ।
ঘটনাকে কেন্দ্র করে তরুণীর বন্ধুর উপরই সৃষ্টি হচ্ছে সন্দেহ। এরপর পুলিশ তাঁকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে ও পরে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর দেহে গলায় ওড়নার চিহ্ন দেখা গিয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পুরো বিষয়টা স্পষ্ট হবে বলে অনুমান পুলিশের।