নিউজ ডেস্ক - চার বছরে স্নাতক ডিগ্রি পাওয়ার নতুন পদ্ধতি চালু করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কিন্তু কয়েক বছরের কাটতে না কাটতেই ফের সেই পদ্ধতি হতে চলেছে পরিবর্তন। সূত্রের খবর, চার বছরের কোনো কোর্স যদি কোনও পড়ুয়া তিন বছরে তা সম্পূর্ণ করতে পারে তাহলে তাকে ডিগ্রি দিয়ে দেওয়া হবে।এই পদ্ধতি আগামী শিক্ষাবর্ষ থেকে চালু করার সিদ্ধান্ত কেন্দ্রের।
তবে, কেন্দ্রের চার বছরের সিস্টেম কেরল-পশ্চিমবঙ্গ মেনে নিলেও এখনও মানেনি তামিলনাড়ু। সেই শিক্ষানীতির কয়েক বছর হতে না হতেই ফের নতুন পদ্ধতি চালুর কথা ভাবছে কেন্দ্র। তবে কেন্দ্রের দাবি,চার বছরের কোর্স তিন বছরে আর তিন বছরের কোর্স আড়াই বছরে শেষ হলে পড়ুয়াদের আসল লাভ হবে।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “এই যে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে অংশগ্রহণ করা। কারণ এই শিক্ষা ব্যবস্থা চালু হলে আমাদের যুব সমাজকে সময় উপযোগী তৈরি করতে পারব। এখানকার রাজ্য সরকারের এমন হাল হয়ে গিয়েছে যে ভাল কাজ করলেও বিরোধ করতে হবে।”