নিউজ ডেস্ক - শনিবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজেরই হস্টেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক নার্সিং পড়ুয়া। আর সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।আপাতত সে আরজি করেই তাঁর চিকিৎসাধীন। জানা যাচ্ছে ,হস্টেলে রুমমেটের সঙ্গে মনোমালিন্যের হওয়ার কারণে ওই পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন । তবে মেডিক্যাল কলেজের হস্টেলে নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টাকে তৈরি হচ্ছে বিভিন্ন প্রশ্ন।
এই বিষয়টিকে নিয়ে নার্সেস ইউনিটির তরফে বলা হয়, “শনিবার আত্মহত্যার চেষ্টা করেন ওই নার্সিং পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা জানতে পেরেছি, হস্টেলে রুমমেট কিংবা অন্য কারও সঙ্গে একটা সমস্যা হয়েছিল। মেয়েটি ওয়ার্ডেনকে জানিয়েছিলেন। ওয়ার্ডেন কী করেছেন জানি না। কিন্তু, গত ৯ অগস্টের পর পড়ুয়াদের মনের মধ্যে একটা টানাপোড়েন নিশ্চয় চলছে। যাঁর কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাঁকে আরও দায়িত্ব নিতে হবে। মেয়েদের মানসিকভাবে সুস্থ রাখতে হবে। সুস্থ পরিবেশে যেন পড়ুয়ারা ট্রেনিং নিতে পারে। এটা সবাইকে দেখতে হবে।”