নিউজ ডেস্ক - সোমবার সকালে ধূপগুড়ি মহাকুমার অন্তর্গত উত্তর খট্টিমারি ঠ্যাঙকালী গ্রামে ঘরের ভিতর থেকে উদ্ধার হল বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, একই দড়ির একপ্রান্তে ঝুলছিলেন বছর একচল্লিশের বাদল রায় নামে ওই ব্যক্তি আর অন্য প্রান্তে ঝুলছে চোদ্দ বছরের কেয়া রায় নামে মেয়ের দেহ। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছেন ধূপগুড়ি থানার পুলিশ।
প্রতিবেশীদের দাবি যে,সকালবেলা প্রতিবেশীরা প্রথম ঘরের ভিতর তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ডাউকুমারী ফাঁড়ির পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দু’টি উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার করে জলপাইগুড়ি হাসপাতালে ময়নাতদন্তের পাঠানো হয় ।
পরিবারের দাবি জি বাড়িতে মেয়েকে নিয়ে একাই থাকতেন পেশায় দিনমজুন বদলবাবু। আর পরিবারের বাকি সদস্যরা আলাদা থাকেন। তাঁর ভাই সকালবেলা ধান ক্ষেতে কাজে চলে যান এবং তার স্ত্রী অনেকদিন আগেই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। পুলিশ জানাচ্ছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃত বাদলবাবুর ভাই বলেন, “আমার এটা রাতের ঘটনা। কেন হল, কীভাবে হয়েছে বলতে পারব না। তবে মনে হচ্ছে নিজে-নিজে আত্মহত্যা করেছে।”