নিউজ ডেস্ক - বাড়িতে তিন মাসের শিশু কন্যা ও স্ত্রীকে রেখে ঝাড়খণ্ড থেকে কাজের খোঁজ এক মহিলাকে সাথে করে নিয়ে বাংলায় আসে স্বামী।নার খবর স্বামীর পিছু পিছু মঙ্গলবার স্ত্রীও পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে পৌঁছে যায় । সেখানে স্বামী জেসাই মুর্মুর সঙ্গে অন্য মহিলাকে নিয়ে ঝামেলা হয় তার। যার পরিণতি হল ভয়ানক।
জানা যাচ্ছে, এইদিন সকালে স্ত্রী অন্য কাজে ব্যস্ত ছিলেন , সেই সমি তিন মাসের ওই শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যান জেসাই। আর এরইমধ্যে নিজেরই মেয়েক খুন করে পাশের খড়ি নদীতে ভাসিয়ে দেন ওই অভিযুক্ত ব্যক্তি। আর এরপর দীর্ঘ সময় ধরে স্বামী ও মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন স্ত্রী। আর খোঁজ না পেয়ে এলাকার লোকজনকে জানায়।
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই জেসাইয়ের দেখা পায় এলাকার লোকজন। এরপর, তাঁকে চাপ দিতেই পুরো ঘটনা স্বীকার করে। পুলিশে খবর দেওয়া হয়।কিন্তু এই দিন সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনও খোঁজা পাওয়া যায় না। পুলিশ ইতিমধ্যে তদন্ত নেমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। এলাকার এক বাসিন্দা বলছেন, “লোকটা নিজেই নিজের মেয়েকে খুন করেছে। তবে মেয়েটার এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ লোকটাকে আটক করেছে।”