নিউজ ডেস্ক -চেন্নাইয়েক কালাইঙ্গার সেন্টেনারি হাসপাতালে মায়ের চিকিৎসা নিয়ে ক্ষোভ থাকার কারণেই সরকারি হাসপাতালে চিকিৎসককে সাতবার কোপ মারে অভিযুক্ত ছেলে। জানা যাচ্ছে, সরকারি হাসপাতালের অঙ্কোলজি অর্থাৎ ক্যানসার বিভাগের চিকিৎসক ডঃ বালাজি জগন্নাথকে অভিযুক্ত ভিগনেশ ঘটনাটি ঘটায়। প্রাথমিক তদন্ত থেকে জানা যাচ্ছে, ভিগনেশের মা ক্যানসার রোগী হওয়ায় বর্তমানে ওই হাসপাতালেই কেপোথেরাপি নিতে আসতেন।কিন্তু অভিযুক্তের ক্ষোভ ছিল তাঁর মায়ের চিকিৎসা নিয়ে। যার জন্য এই দিন অঙ্কোলজি ওয়ার্ডেই ডঃ বালাজি জগন্নাথের উপরে আচমকাই ছুরি দিয়ে ঘাড়ে, কানে, পিঠে কোপ মারে অভিযুক্ত। এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে, অভিযুক্ত ওই চিকিৎসকের পেটেও কোপ মারে।
তবে , হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেই যদিও পরে পুলিশ তাঁকে ধরে ফেলে। আর, ওই চিকিৎসককে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়েছে। গুরুতর জখম হলেও,বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।আর চিকিৎসকের উপরে এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। আর চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ন সরকারের, এমনটাই বলেন তিনি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।