নিউজ ডেস্ক - শুক্রবার দুপুরে দমদম থেকে নিউ গড়িয়া গামী লাইনে শোভাবাজারে মেট্রোর ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। মেট্রো সূত্রের খবরে জানা যাচ্ছে,এই ঘটনার কারণে ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ ছিল।তবে দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলাচল করছে। সূত্রের খবর যে, এইদিন দুপুর ১২টা ৪৫ নাগাদ একটি মেট্রো শোভাবাজারে ঢোকার সময় আচমকা ঝাঁপ দেন ওই ব্যক্তি। ঘটনাটি হঠাৎ করে হওয়ায় মুহর্তের জন্য হতবাক হয়ে যান পাশে থাকা যাত্রীরা।
ঘটনার পর মেট্রোর লোকজন উদ্ধার কাজ শুরু করেছে। থার্ড লাইনে পাওয়ার ব্লক করেই কাজ চলছে। আর সাথে মেট্রোর টেকনিক্যাল স্টাফেরাও চলে গিয়েছে ঘটনাস্থলে। তবে,কী কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে একাধিক মেট্রো না চলায় সমস্যা পড়েন যাত্রীরা।
দুপুর দেড়টা নাগাদ ওই ব্যক্তিকে উদ্ধার করা হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। রেল পুলিশ তার ঠিকানার খোঁজ করছেন।