নিউজ ডেস্ক - মহারাষ্ট্রর নির্বাচনী প্রচার নিয়ে আপাতত খুবই ব্যস্ত অভিনেতা গোবিন্দ । আর তারই জন্য নির্বাচনী প্রচারের জন্য তিনি জলগাঁও-তে ছিলেন ।এবং সেই অঞ্চলের মুক্তাইনগর, বডওয়াড, পাচোরা সহ বিভিন্ন জায়গায় প্রচার করার কথা ছিল তাঁর। তবে মাঝপথে সবকিছু ছেড়ে মুম্বই ফিরে এলেন অভিনেতা।
আর অসুস্থতার জন্যই তিনি নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই-এর তরফ থেকে জানানো হয়েছে যে ২০ নভেম্বর মহায়ুতির নির্বাচনের আগে সেখানকার প্রার্থীদের হয়ে প্রচার করছিলেন। তার পর প্রচারের কাজে জলগাঁও গিয়েছিলেন । আর হাব অসুস্থ বোধ করায় সেখান থেকেই দ্রুত মুম্বইয়ে বাড়ি ফিরে আসেন তিনি। তবে যেইদিন অসুস্থ হয়েছেন সেই দিন পথ সভার সময়ও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে বিজেপি, শিবসেনা এবং এনসিপির প্রার্থীদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন জনগণকে।
Tags:
politics