নিউজ ডেস্ক : সিডিপিওর অফিস থেকে রায়দিঘি বিধানসভার মথুরাপুর ১ নম্বর ব্লকের একাধিক আইসিডিএস কেন্দ্রের ১৩ জন কর্মী বদলির নির্দেশ পেলো। যা দেখে আশ্চর্য তাঁরা। সূত্রের খবর, এই বদলির কোনও লিখিত অর্ডার দেয়নি। শুধু তাই নয়, মৌখিক এই বদলির কারণ জানতে বারংবার সিডিপিও, বিডিওর দ্বারস্থ হলেও কোনও কাজ হয়না। সব শেষে বাধ্য হয়ে মঙ্গলবার বিকালে বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে আইসিডিএস কর্মীদের সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারের মহকুমাশাসক অঞ্জন ঘোষের কাছে স্মারকলিপি জমা দেন ‘ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলপার্স ইউনিয়নের’ সদস্যরা।
উল্লেখ্য যে, আইসিডিএস কেন্দ্রের কর্মীরা সাধারণত সেন্টার পরিচালনা এবং শিশুদের খাওয়াদাওয়ার দেখাশোনা করেন। কিন্তু হঠাৎ মথুরাপুর ১ নম্বর ব্লকের সিডিপিও একসঙ্গে একাধিক কর্মীদের বদলির নির্দেশ দেওয়ায় সমস্যায় পড়েন কর্মীরা। তবে, তাঁদের দাবি এর পিছনে নিশ্চই শাসক দলের কোনো ইন্ধন রয়েছে, তা না হলে একসঙ্গে হঠাৎ কর্মীদের বদলির মানে হয়না।