নিউজ ডেস্ক : চন্ডীতলায় ফের সোনার দোকানে ডাকাতি।এবার ক্রেতা সেজে দোকানে ঢুকে দরদাম করতে করতে সোনার চেনের বান্ডিল ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।বৃহস্পতিবার সন্ধ্যায় চন্ডিতলার গরলগাছা এলাকার একটি সোনার দোকানে ক্রেতা সেজে দুই দুষ্কৃতী দোকানে প্রবেশ করে এবং ব্যবসায়ী কে সোনার গহনা দেখাতে বলেন।
ব্যবসায়ী সোনার চেনের বান্ডিল বার করে দেখানোর সময় পুরো বান্ডিল ছিনিয়ে নিয়ে বাইকে চেপে চম্পট দেয় দুই দুষ্কৃতী।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চণ্ডীতলা থানার পুলিশ।সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে চন্ডিতলা থানার পুলিশ।উল্লেখ্য গত ২৫ শে অক্টোবর ভোরে চন্ডীতলার বেগমপুরে সাটার কেটে পর পর দুটি সোনার দোকানে কোটি টাকার উপর সোনার গহনা ডাকাতি করে দুষ্কৃতীরা।এবার চন্ডিতলার গরলগাছা এলাকায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা।