নিউজ ডেস্ক - গতকাল রাতে কলাছড়ায় জগদ্ধাত্রীর শোভাযাত্রায় জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু হল চন্ডীতলার ব্রাহ্মণডাঙার উজ্জ্বলা সাঁতরা নামে এক গৃহবধুর। সেই শোভাযাত্রায় একটি প্রতিমা ধর্মতলার দিক থেকে পালপাড়ার দিকে যাচ্ছিল। আর সেইসময়ে শোভাযাত্রায় আট বছরের মেয়ে ও দুই বছরের ছেলেকে নিয়ে হাঁটছিলেন উজ্জ্বলা সাঁতরা।
কিন্তু অনেকটা পথ হাঁটতে অসুবিধা হওয়ায় স্বামী ঝন্টু সাঁতরার ইঞ্জিন ভ্যানে উঠে বসেন।যেখানে ছিল জেনারেটর। এরপর উজ্জ্বলার খোলা চুল হঠাৎ করে জেনেরেটরে জড়িয়ে মাথার খুলি উড়ে গেলে ধপ করে ভ্যান থেকে নীচে পড়ে যান । এরপর তাঁকে উদ্ধার করে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আর আজ শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে মৃতার স্বামী চন্ডীতলা থানায় এসে কাঁদতে কাঁদতে বলেন," ছোটো ছেলেকে নিয়ে হাঁটতে পারছিল না বলে আমি-ই বললাম ভ্যানে উঠতে। সেই ভ্যানেই এভাবে মৃত্যু হল উজ্জ্বলার। এটাই মানতে পারছি না।"