নিউজ ডেস্ক : চণ্ডিতলার অন্তর্গত কলাছড়া অহল্যা বাই রোডে আজ বিকেলের দিকে ঘটে যায় এক দুর্ঘটনা। সৌভাগ্যক্রমে সেখানকার কেউই ক্ষতিগ্রস্ত হননি। তবে এই দুর্ঘটনার শিকারে ক্ষতিগ্রস্ত হয় হুন্ডা কোম্পানির চারচাকা সেই গাড়িটি। মুলত শিয়াখালার দিক থেকে গাড়িটি নিজ যাত্রা পথে অর্থাৎ কলকাতার রাজাবাজারে নিজ বাড়িতেই রওনা দিয়েছিল বলেই জানা যায়। গাড়ির মধ্যে ড্রাইভার সহ আরো দুইজন বয়স্ক দম্পতি ছিলেন। তারা নিজ বাড়িতেই ফিরছিলেন সেই পথ ধরে। কলাছড়ার রাস্তায় এক পথচারীকে বাঁচাতে গিয়েই বেসামাল হয়ে রাস্তার ধারেই একটা ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা মেরে একটি দোকানের সামনে গিয়ে পড়ে। তবে দোকান বন্ধ থাকার দরুন সেখানকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু সেই চারচাকা গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে উপস্থিত ড্রাইভার সহ সেই তিনজন ব্যক্তি সেইভাবে ক্ষতিগ্রস্ত হননি। সামান্য কিছু চোট এসেছে বলেই জানা এবং। এবং যথারীতি তাদের প্রাথমিক চিকিত্সা করে অন্য এক গাড়ীর ব্যবস্থা কর তাদের বাড়িতে পাঠানো হয়। যতদূর জানা যায় সেই গাড়িতে উপস্থিত সেই ব্যাক্তির নাম কিসান ব্যানার্জি।