নিউজ ডেস্ক : বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ডানকুনিতে। গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের হাঁসপুকুর মোর এলাকার বেনারস রোডের ধারে অবস্থিত একটি গোডাউনে হানা দেয় ডানকুনি থানার পুলিশ।সেই গোডাউন থেকে আনুমানিক ৮৫০ কেজির উপর উদ্ধার হয় গাঁজা।
যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার না করলেও পুলিশ সূত্রে জানা গোডাউন মালিকের নাম শেখ আবিদ হোসেন ও আলী হোসেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ আরো জানিয়েছে এই গোডাউনে রাতের অন্ধকারে গাড়ি ঢুকতো তবে সেই গাড়িতে কি থাকতো নজর দাড়ি চালাতো পুলিশ।
গত কাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় ওই গোডাউনে গাঁজা মজুত করা হয়েছে। এর পর গত কাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
Tags:
Dankuni