DANKUNI :ডানকুনি থানার বাসিন্দার গরু বোঝাই গাড়ি আটকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ৫

 


নিউজ ডেস্ক - মঙ্গলবার রাতে মেমারি থানার পাল্লারোড থেকে গরু বোঝাই গাড়ির চালকের কাছ থেকে জোর করে ১ হাজার ২০০ টাকা কেড়ে নেওয়ার কারণে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে । ধৃতদের নাম সন্তু ঘোষ, কমল মণ্ডল তথা ছোটন, সোমনাথ পালিত, দেব্রজিৎ ঘোষ তথা দেবা ও বিপত্তারণ রায়। তাদের বাড়ি যথাক্রমে ভাতার থানার বলগনায় , আউশগ্রাম থানার পুন্ননগরে , গুসকরায় এবং আউশগ্রামের ডাঙালে।

 এইদিন গ্রেফতার করার পর বুধবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আর শনাক্তকরণের জন্য ধৃতদের টিআই প্যারেডের আবেদন করেন তদন্তকারী অফিসার।আর সেই আবেদন মঞ্জুর করেছেন ভারপ্রাপ্ত সিজেএম। আগামী ১৬ নভেম্বর বর্ধমান সংশোধনাগারে টিআই প্যারেড হবে বলে জানিয়ে  দিয়েছেন তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানান, গত ২০ অক্টোবর সকালে হুগলির ডানকুনি থানা এলাকার বাসিন্দা মেঘদূত পাল , তার গরু বোঝাই গাড়ি নিয়ে ভাতার থেকে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পালশিট টোলপ্লাজার কাছে ৪-৫ জন তাঁর গাড়িটি আটকিয়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে,তাঁর কাছে থাকা ১ হাজার ২০০ টাকা জোর করে কেড়ে নেয়। এবং তাঁর মোবাইলটিও ভেঙে দেন তাঁরা। এরপর ঘটনার বিষয়ে পালশিট ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে ফাঁড়ি কোনও ব্যবস্থা নেয়নি। তাঁর অভিযোগের সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তিনি বর্ধমানে এসে ঘটনার কথা এসপিকে জানালে তাঁকে মেমারি থানার ওসির সঙ্গে দেখা করতে বলেন। সেই মতো মেমারি থানায় তিনি অভিযোগ দায় করার পর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই ৫ জনকে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন