নিউজ ডেস্ক - শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ১৬ ই নভেম্বর ২০২৪ বিকাল ৪ টের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ডানকুনি এক নম্বর ওয়ার্ডে শুভ সূচনা করলেন অসংখ্য প্রকল্পের । প্রকল্পগুলির মধ্যে বাস স্ট্যান্ড ও আইসিডিএস কেন্দ্র এছাড়া পাম্প হাউস এবং নবনির্মিত রাস্তা সমূহ আছে । প্রসঙ্গ অনুযায়ী আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে ছিলেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এরই সাথে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার তৃতীয় বারের চেয়ারম্যান হাসিনা শবনম, ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ লাহা,হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি মহাশয় ও ডানকুনি পৌরসভার আধিকারিক বৃন্দ এবং উক্ত পৌরসভার সমস্ত সদস্য সদস্যাবৃন্দ।
গতকালের এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে ডানকুনি এলাকায় ।রঅনুষ্ঠানে সংক্ষিপ্তবক্তব্যে সকলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভুয়াসি প্রশংসা করেন । হাসিনা শবনম জনগনকে কোন খাত থেকে কত টাকা এসেছে তার বিবরণ দেন। উল্লেখ যোগ্য যে হাসিনা শবনম একের পর এক ডানকুনিতে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।সেকেন্ড ইন কামান তরুণ তুর্কি অভিষেক ব্যানার্জি এবং শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এছাড়া বিধায়ক স্বাথী খন্দকারের উপদেশমতো ডানকুনি পৌর মাতা একের পর এক উন্নয়নের কান্ডারী রয়েছেন ।
Tags:
hooghly