নিউজ ডেস্ক - শুক্রবার সকালে মালদহের গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারের জঙ্গল থেকে উদ্ধার হল মুণ্ডুহীন নিথর দেহ। বুকের ওপর ভাঁজ করে রাখা হাত। আর কিছুটা দূরত্বে পড়ে রয়েছে কাটা মুণ্ড। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
এদিন সকালে মুণ্ডবিহীন মৃতদেহ দেখতে পেয়ে খবর পেয়েই ছুটে যান এলাকার লোকজন।এরপর বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর গ্রামবাসীরা দেখতে পান দেহ পড়ে রয়েছে এক জায়গায় আর কাটা মুণ্ড পড়ে রয়েছে অন্য জায়গায়। আর এরপরই গ্রামবাসীরা গাজোল থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল সহ পুলিশ বাহিনী। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ। গ্রামবাসীরা জানায়, মৃতদের হাতে ও গোড়ালিতেও কাটা দাগ দেখতে পাওয়া গিয়েছে।
গ্রামের অনেকেই সন্দেহ যে কুসংস্কারের জেরে আমাবস্যার রাতে এমন ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে। আবার কেউ বলছেন, নিছক ব্যক্তিগত কারণেও খুন করা যেতে পারে।সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সবটা পরিষ্কার হবে।