নিউজ ডেস্ক : শীতকাল আসতেই সেই একই দৃশ্য চোখে পড়ছে ভারতের রাজধানী দিল্লিতে। মারাত্মক দূষণ ও আবহাওয়ার অবনতি। এই দূষণের ফলে দিল্লির বাতাস কার্যত বিষাক্ত হয়ে উঠেছে। যা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। একাধিক পদক্ষেপ নিলেও কোনো লাভ দেখা যায়নি। এমন অবস্থায় দিল্লিতে রাজধানী থাকা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর কথায়, "দিল্লি নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে বসবাসের অযোগ্য বায়ুর গুণগত মানের কারণে। দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর।" তিনি আরও বলেন, "দীর্ঘদিন ধরে এই দুঃস্বপ্নের মধ্যে থেকেও সরকারের কোনও মাথা ব্যাথা নেই। সবথেকে আশ্চর্যের বিষয় হল এই নিয়ে আজ পর্যন্ত সরকারের তরফে কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি। দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর। দ্বিতীয় দূষিত শহর ঢাকার তুলনায় প্রায় পাঁচ গুণ খারাপ। এটা দুর্ভাগ্য যে সরকার কিছুই করেনি।"
এখানেই শেষ নয়, তিনি যোগ করেন, "এই শহরটি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বসবাসের অযোগ্য এবং বছরের বাকি সময়েও বসবাসের অযোগ্য। তাহলে কি এখানে দেশের রাজধানী থাকা উচিত।"