নিউজ ডেস্ক - দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুরে দিদির বাড়ি আসা বছর চল্লিশের শের ওম বাহাদুর নামের যুবক। যার জেরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা যাচ্ছে , তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে গত ১৮ নভেম্বর দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার সঙ্গে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা। আর পরিবারের দাবি যে গত ১৯ নভেম্বর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল।এরপর জামাইবাবু ওইদিন সকাল ১০টা নাগাদ একবার হাসপাতাল থেকে বাইরে যান। এরপর তিনি ফিরে এসে দেখেন নিজের শ্যালকে দেখতে পাননি।
এরপর হাসপাতালে খোঁজাখুঁজি করার পরও খোঁজ পাওয়া না গেলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তিনি। এরপর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। তদন্ত করে দেখা যায় হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা আর সিসি ক্যামেরায় নজরদারি বাড়ানোর সত্ত্বেও এই রকম ঘটনা কি করে ঘটল টা নিয়ে তৈরি প্রশ্ন।
Tags:
WEST BENGAL