নিউজ ডেস্ক - রাজারহাটে একটি নার্সারির বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল শুভ সর্দার যুবকের মৃত্যু। সূত্রের খবর, নার্সারির মালিক মিটার বক্স থেকে অবৈধভাবে তার টেনেছিলেন। ফলে নার্সারির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা খবর, রাজারহাটের ঝালিগাছি এলাকায় একটি নার্সারিতে কাজ করতেন ওই যুবক। সেই নার্সারির মালিক হলেন নিমাই মণ্ডল। দাবি যে, তিনি মিটার বক্স থেকে অবৈধ ভাবে তার টেনেছিলেন নার্সারিতে। যা খোলা অবস্থায় মাটিতে পড়ে ছিল।
আর বাগানে কাজের সময়ে শুভর পা সেই তারে পা লেগে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন। এরপর সহকর্মীরা দেখতে পেয়ে মিটার বক্সে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুভকে উদ্ধার করে তার পরিবারে খবর দে পরিবারে। পরিবারের সদস্যরা গিয়ে শুভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আরও অভিযোগ যে, শুভকে যখন পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসতে ব্যস্ত ছিলেন, তখনই তাঁর ফোন নিয়েও চম্পট দেয় । পরিবারের সদস্যরা নার্সারির মালিকের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দায় করলে অভিযোগের ভিত্তিতে নিমাইকে গ্রেফতার করে পুলিশ।