নিউজ ডেস্ক - মীর রাজ্জাকের পরিচলনায় সিনেমার পর্দাতে এসেছে স্বল্প দৈঘ্য সিনেমা বিরিয়ানি। এই সিনেমায় দুই ছোট্ট অনাথ শিশুর বিরিয়ানি খাবার আবদার কতখানি কঠিন হতে পারে সেটি তুলে ধরা হয়েছে । সিনেমাটির প্রযোজক হলেন সোনিয়া মীর। এবং সিনেমাটিতে অভিনয় করেছেন দুই খুদে প্রতিভা আরাব হাসান এবং শেখ আরহান সাথে রয়েছে শুভঙ্কর মন্ডল, শেখ হাসানুর এবং শুভজিৎ ঘোষ।
তবে, মীরয এন্টারটেনমেন্ট এর তরফ থেকে তৈরী হওয়া সকল সিনেমা গুলো সামাজিক এবং বাস্তবে ঘটতে থাকা বিষয়বস্তুকে কেন্দ্র করেই নির্মিত হয়ে থাকে।পরিচালক মীর রাজ্জাকের বক্তব্য যে তার সিনেমা প্রতিবাদের ভাষা এবং সামাজিক হবে । এবং মীরয এন্টারটেনমেন্ট এর লক্ষ্য তাদের প্রতিটা সিনেমা হবে সামাজিক দৃষ্টান্তমূলক যাতে অশ্লীলতার কোন ছোঁয়া থাকবে না। তারা মনে করেন যে তাদের সিনেমা দেখে মানুষ কিছু নতুন জানতে পারবে এবং শিখতে পারবে সাথে ছোট থেকে বড় সবাই যাতে তাদের চ্যানেলে বেশি বেশি শিক্ষামূলক সিনেমাগুলো দেখে আনন্দের সাথে সাথে কিছু জানার সাথে সাথে শিখতে পারবে এটাই তাদের আসল উদ্দেশ্য। ইতিমধ্যেই নতুন সিনেমা বিরিয়ানি রিলিজ হয়ে গিয়েছে।
Tags:
WEST BENGAL