নিউজ ডেস্ক : মেয়াদ শেষ হওয়া ওষুধ দেওয়ার ফলে মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের পাঁচ জনকে শো-কজ করল মেদিনীপুর পুরসভা। অভিযোগ করা হয়, গত ২৮ শে অক্টোবর পৌরসভার স্বাস্থ বিভাগে ডাক্তার দেখানোর পর তার প্রেসক্রিপশনে যে ওষুধ লিখে দেয় তা কিছুদিন আগে আনতে স্বাস্থ্য বিভাগে যান চণ্ডী প্রসাদ দত্ত নামের এক ব্যক্তি। সেখানেই তাঁকে তারিখ ফুরিয়ে গেছে এমন ওষুধ দেওয়া হয়েছে। ঘটনাটি লক্ষ্য করার পর তিনি সঙ্গে সঙ্গে মেদনীপুর পৌরসভায় জানান।
এরপরই পুরসভার তরফ থেকে তিন জনের একটি বিশেষ দল গঠন করে তদন্ত করা হয়। সেই তদন্তের পরেই পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা পাঁচ জনকে শো-কজ করা হয়। শুধু তাই নয় তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
Tags:
WEST BENGAL