নিউজ ডেস্ক - দীপাবলির রাতে দিল্লি ও সংলগ্ন এলাকায় মোট ৩১৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিল্লির দমকল বিভাগের তরফ থেকে জানা যাচ্ছে , দীপাবলির রাতে মোট ৩১৮টি স্থান থেকে আগুন লাগার ফোন আসে। যার মধ্যে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে। অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পশ্চিম গ্রেটার নয়ডা এলাকায়। আর ১০টি জায়গায় বড়সড় আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত কমপক্ষে ১২ জন।
জানা যাচ্ছে, দীপাবলির রাতে দিল্লি সংলগ্ন, উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে একাধিক স্থানে আগুন লাগে। কোনো স্থানে আতশবাজি থেকে,আবার কোনো সাথে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা যাচ্ছে। এরমধ্যে পশ্চিম গ্রেটার নয়ডার আম্রপালি জোডিয়াক সোসাইটির ডি টাওয়ারের ১১ তলায় এইদিন আগুন লাগে। কিন্তু দমকলের তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
আবার গ্রেটার নয়ডা পশ্চিমের সুপারটেক ইকো ভিলেজ ১ সোসাইটির জে টাওয়ারের ১৩ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আর সময়ের সাথে সাথে এই আগুন ক্রমাগত বাড়তে থাকে এবং ওই টাওয়ারের বিভিন্ন তলার তিনটি ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। আর সেই টাওয়ারেই একটি ফ্ল্যাটে একটি পোষ্য কুকুর বাঁধা ছিল । সেই কুকুরটির মালিক প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে এলেও, কুকুরটিকে বের করে না আনতে পারায় পুড়ে মারা যায় পোষ্য কুকুরটি।
অপরদিকে গ্রেটার নয়ডা পশ্চিমের মহাগুন মেউডস সোসাইটির একটি টাওয়ারের ২৩ তলায় আগুন লাগে। দমকল গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর গাজিয়াবাদ কমিশনারেটের ইন্দিরাপুরম থানা এলাকার অন্তর্গত জ্ঞান খণ্ড ৩-এ একটি জুতার দোকানে ভয়াবহ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে দোকানের আগুন ছড়িয়ে পড়ে পাশের ফ্ল্যাটেও পৌঁছে যায়। দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সাথে আশেপাশের ফ্ল্যাটগুলির বাসিন্দাদেরও নিরাপদে বের করে আনা হয়।