নিউজ ডেস্ক - রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ হাওড়ার ফরশো রোডের হাওড়া হাউজের ভেতরে বিয়ে বাড়ির প্যান্ডেলে লাগলো ভয়ঙ্কর আগুন ।স্থানীয় সূত্রে খবর , ওই স্থানে হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান এক কর্মী। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে দাউ দাউ করে জ্বলতে থাকে প্যান্ডেল।
আগুন লাগলে প্রথমে আশপাশের লোকজনই বালতি, গামলা করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের দাপট বাড়তে থাকলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে । তবে আজ অনুষ্ঠানের দিন না হওয়ায় বড় হতাহতের ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে ।
Tags:
HOWRAH