নিউজ ডেস্ক : একদিকে বিয়ের মরশুম চলছে, আর কিছু লাগুক না লাগুক সোনার ছোঁয়া তো থাকতেই হবে বিয়েতে। তবে আবারো বেড়ে গেলো সোনার দাম। যার মধ্যে কপালে ভাঁজ পড়ছে মধ্যবিত্তদেয়। জিএসটি এবং টিসিএস বাদে রাজ্যে ২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রতি গ্রামে ৭৪৮০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৭৪৮০০ টাকা।
এদিকে জিএসটি বাদ দিয়ে ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে ৭৫১৫ টাকা। যার মানে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৭৫১৫০ টাকা।
Tags:
Kolkata