নিউজ ডেস্ক - অসংখ্যবার সচেতন করার পরও হুঁশ নেই শিশুদের মা বাবাদের।আর হেলমেট ছাড়াই চলে বাইক স্কুটি সওয়ারি। আর তাই কড়া বাবা-মায়েদের এই অসচেতনতা বন্ধ করার কথা ভাবছে কলকাতা পুলিশ। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জন্য যাচ্ছে, এবার থেকে যদি, বাইক বা স্কুটাতে যদি শিশুদের মাথায় হেলমেট না থাকে, তাহলে বাবা-মাকে করা হবে আর্থিক জরিমানা। তবে, এই বিষয় কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার কথা হলেও কিছুটা শিথিলতাও অবলম্বন করা যেতে পারে। মূলত, সেইসব অভিভাবকদের জরিমানা দিতে হবে , যারা লাগাতার এমন কাণ্ড ঘটাবেন।
আর টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদনে লালবাজারের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে জানানো হয় যে , শহরের স্কুলগুলির গেটের বাইরে আরও বেশি করে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। যার ফলে নিয়মভঙ্গকারীদের উপর লাগাতার নজর রাখা যায় এবং তাঁদের চিহ্নিত করা পুলিশের পক্ষে সহজ হয়।আর সাথে নজরদারির এই কাজে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এবং পড়ুয়াদেরও যুক্ত করার কথা ভাবছে পুলিশ। যাতে তারাও নজর রাখতে পারে।