নিউজ ডেস্ক : চাঞ্চল্যকর ঘটনা রিষড়ায়! সেখানকার বাঘ-খাল এলাকায় গুলিবিদ্ধ হলেন সেখানকারই এক বাসিন্দা। আহতের নাম শামসুদ্দিন আনসারি। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এলাকার সবাই তাকে খান বলে চেনেন। ঘটনাটি ঘটার পর সঙ্গে সঙ্গে, শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে যায় কলকাতায়।
অভিযুক্ত যুবকের নাম রঞ্জন যাদব বলে জানা গিয়েছে। সে বাগখাল দুই নম্বর লাইনের বাসিন্দা। সূত্রের খবর অনুযায়ী, পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সারে ন'টা নাগাদ ব্যবসায়ী জৈনুদ্দিন আনসারীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখনই খুব কাছ থেকে মাথার পিছনে গুলি করে রঞ্জন। স্থানীয়রা ধরতে গেলে পাঁচিল টপকে পালিয়ে যায় অভিযুক্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে অভিযুক্তকে তল্লাসী করা শুরু হয়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পুরোন গন্ডোগোলের জেরে এই ঘটনা। এর পাশাপাশি অন্য কোন কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।