নিজস্ব সংবাদদাতা, রিষড়া : অবশেষে রিষড়া শুটআউট কান্ডে অভিযুক্ত রঞ্জন যাদবকে গ্রেফতার করলো উত্তরপাড়া থানার পুলিশ। নির্বিকার অভিযুক্ত গোঁফ পাকাতে পাকাতে বলল, তৃনমূল করি। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ রিষড়া বাগগাল এলাকায় এক পরিবহন ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায় অভিযুক্ত। ২৪ ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। বুধবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
উত্তরপাড়া থানা থেকে শ্রীরামপুর আদালত নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্বিকার রঞ্জন যাদব জানায়, গুলিবিদ্ধ শামসুদ্দিন এক বছর আগে তার মাকে মারধর করেছিল তারই প্রতিশোধ নিতে সে এই কাজ করেছে।
পাশাপাশি গোঁফ পাকাতে পাকাতে রঞ্জন বলে সে তৃণমূল কর্মী। অভিযুক্তের এই বক্তব্যের জেরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।
আক্রান্ত শামসুদ্দিনের ভাই মহঃ নসরত বলেন,'ওর মাথায় হাত আছে তৃণমূলের। ঘটনার ঠিক মত অনুসন্ধান হওয়া প্রয়োজন।'
ব্যবসায়ীর বন্ধু আফতাব আলম বলেন, 'অভিযুক্ত আগে বজরঙ দল করত ।গত বছর ডিসেম্বর মাসে মারামারি করে জেল খাটে ।নিশ্চয়ই কেউ ওর পিছনে আছে নাহলে আগ্নেয়াস্ত্র পেলো কি ভাবে।'
বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন,'তৃনমূল এইসব সমাজ বিরোধীদের প্রশ্রয় দেয় আশ্রয় দেয়।ভোট লুট রিগিং করার জন্য এই ধরনের লোকেদের দরকার।'
শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃনমূল যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, 'এইসব কথা যারা হেরে যায় তারা বলে।আমাদের এখানে কিছুদিন আগে নির্বাচন হয়েছে এই অভিযোগ কেউ করতে পারেনি।অভিযুক্ত তৃণমূল করে বলে যে দাবি করেছে সেটা সর্বৈব মিথ্যা।এই ধরনের সমাজ বিরোধীদের সাথে তৃণমূলের কোন যোগ নেই।আমরা খোঁজ নিয়ে জেনেছি অভিযুক্ত বজরং দলের সদস্য।যে বজরং দল করে সেবার তৃণমূল করতে পারে নাকি?এসব বিজেপির সাজানো গল্প।'