HOOGHLY : বড়সড় রদবদল পুলিশ প্রশাসনে ; দেখে নিন হুগলি পুলিশের রদবদলের তালিকা

নিউজ ডেস্ক : পুজো কাটতেই রাজ্যজুড়ে বড়সড় রদবদল পুলিশ প্রশাসনের। সারা রাজ্যজুড়ে এই রদবদল করা হয়েছে। যার মধ্যে হুগলিতেও হয়েছে বেশ কিছু বড়োসড়ো রদবদল। সব মিলিয়ে রদবদল হলো প্রায় ২৯৯ জন ইন্সপেক্টরর।

এক নজরে দেখে নিন সেই তালিকা :

সুদীপ্ত সাধুখাঁ : আগে তিনি OC হিসাবে হুগলি গ্রামীণ পুলিশে অধীনে সিঙ্গুর থানায় কর্মরত ছিলেন। রদবদলের পর তাঁকে হুগলি গ্রামীণ পুলিশের SR. Adjt HG পদে উতীর্ণ করা হলেন। 

অতনু মাঝি : OC, চন্দননগর পিসি 

সুমন কুমার কুন্ডু : OC, হুগলি গ্রামীণ পুলিশ থেকে বদলি হলেন বিধাননগর পুলিশে।

সুমন ঘোষ :  OCচন্দননগর পুলিশ।

রাজ কিরণ মুখোপাধ্যায় : OC, হুগলি গ্রামীণ পুলিশ থেকে বদলি হলেন হাওড়া GRP তে।

জয়ন্ত পাল : আগে ছিলেন চন্ডীতলা পুলিশের OC. বর্তমানে তাঁকে হুগলি গ্রামীনের ডেপুটি সুপারিন্টেন্টেড পদে উতীর্ণ করা হলো (DEB).

কৌশিক সরকার: হরিপাল থানা থেকে পোস্ট বদল হয়ে হলেন ট্রাফিক ইন্সপেক্টর, হুগলি - আরামবাগ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন